সবাইকে সুস্থ ভাবে এস আই আর এর আবেদন পত্র জমা করার জন্য মাইকে প্রচার করলেন শিলিগুড়ির কাউন্সিলর শ্রাবণী দত্ত
শিলিগুড়ি : শিলিগুড়ির ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত সবাইকে অনুরোধ করছেন বি এল ও ম্যাডামকে যতটা পারা যায় সহযোগিতা করে এস আই আর এর ফর্ম পূরণ করার জন্য। নির্বাচন কমিশন দশ দিন এগিয়ে দিয়েছেন এস আই আর এর ফর্ম জমা করবার জন্য। তাই তাড়াহুড়োতে সমস্যায় পড়ে যাচ্ছেন,বি এল ও এবং ওয়ার্ড এ এস আই আর এর জন্য করা আবেদনকারীরা। তাই কাউন্সিলরের এর উদ্যোগে শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডে জনসাধারণের উদ্দেশ্যে মাইকে আবেদন করা হচ্ছে তারা যেন সুস্থভাবে এস আই আর এর আবেদন পত্র পূরণ করে জমা দেন। এদিকে এস আই আর নিয়ে তাড়াহুড়ো করে চিন্তায় এবং সমস্যায় পরে চলেছেন অনেকেই।

তাই সব দিক দিয়ে চিন্তা করে কাউন্সিলর শ্রাবণী দত্ত উদ্যোগ নিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের জন্য মাইকে আবেদন করছেন তারা যেন সুস্থভাবে আবেদনপত্র জমা দেন। তিনি জানান কারণ এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সঠিকভাবে যদি ফর্ম জমা না দেওয়া হয় সমস্যায় পড়তে হবে সকলকেই। তাই আমার ব্যক্তিগত প্রচেষ্টা থাকলো, এমনটাই জানালেন শ্রাবণী দত্ত।

