সমগ্র দেশজুড়ে বন্ধ পেট্রোল পাম্প চরম সঙ্কটে শিলিগুড়ির বাইক চালকেরা
শিলিগুড়ি : সমগ্র দেশজুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটের জেরে সারা দেশের সাথে শিলিগুড়িতেও বন্ধ পেট্রোল পাম্প। গতকাল থেকেই ভীড় জমায়েত হয়েছিল শিলিগুড়ির বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে। রাত সাড়ে নটা পর্যন্ত ভীড়, জমায়েত হয়েছিল সব জায়গাতেই। অনেকে জানতেন না। মোবাইলে দেখে এবং টিভি চালিয়ে তারা জানতে পারেন যে আগামীকাল পেট্রল পাম্প ধর্মঘট। বর্তমানে শিলিগুড়িতে দেশের মধ্যে সপ্তম যেখানে দুচাকার গাড়ি চলে। সেখানে শিলিগুড়িতে সঙ্কট আসবে এটা জানাই ছিল মানুষের। এখন শিলিগুড়িতে একজনের বাড়িতে দুই /তিনটে করে গাড়ি আছে।তাদের কথা মাথায় রেখে পেট্রল পাম্পগুলি বাড়তি পেট্রল এর ব্যাবস্থা করেছিল। এদিন সকালে অনেকেই পেট্রোল পাম্পে গিয়ে বন্ধ দেখায় হতাশ হয়ে ফিরে চলে যান। একদিনের ধর্মঘটে অনেকেই এদিন গাড়ি চালাতে চাননি । তবে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন গুলি জানিয়েছে যদি তাদের কথা অবিলম্বে মানা না হয় তবে ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলন এ নামবে তারা।