সমস্ত ঘরছাড়া দের পাট্টা দেওয়া হলো শিলিগুড়ি পুরসভার তরফ থেকে
শিলিগুড়ি : এই বছরের সমস্ত ঘরছাড়া দের পাট্টা দেওয়া হলো শিলিগুড়ি পুরসভার তরফ থেকে। এদিন ঘরছাড়া দের হাতে এই পাট্টা তুলে দিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার । এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর এবং এমএমআই সিরা। এদিন মেয়র জানান আমাদের তরফ থেকে যতটুকু পারা যায় সেটা আজ করে দেওয়া হল। কারণ এই বছরে বিভিন্ন বিপর্যয় ঘটেছে, মানুষ হারিয়েছেন তাদের দোকান এবং ঘর। তাই আমরা এইসব মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম , বেশ কিছুদিন আগে থেকেই। আজকে আমরা আমাদের কর্তব্য এবং দায়িত্ব পালন করলাম, তবে একদিনে তো সবটা করা সম্ভব হয়না, আবার একটা নির্দিষ্ট তারিখ ঠিক করে আবার পাট্টা দেওয়া হবে বলেও এদিন জানান মেয়র গৌতম দেব। তিনি আরো জানান, দেখলাম অনেকেই আসেননি , যারা আজকে আসতে পারেননি নির্দিষ্ট নথিপত্র এসে জমা দিলেই পাট্টা দেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরাও ।