‘সমস্যা বাড়বে ক্রমশ’, রেশন ডিলাররা সরব হল এক দেশ এক রেশন কার্ডের বিরুদ্ধেও
বেস্ট কলকাতা নিউজ : দায় নেই কোনও লক্ষ্য পূরণের এমনটাই দাবি জানালো অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। গণবণ্টন ব্যবস্থা বহুজাতিক সংস্থার হাতে চলে যাবে কৃষি বিল সংশোধন না হলে এমনটাই তারা মনে করেন।এবার রেশন ডিলার সংগঠন সোচ্চার হল কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে। তাঁরা মূলত সোচ্চার হচ্ছেন ‘এক দেশ এক রেশন কার্ড’-এর বিরুদ্ধেই।
রেশন ডিলাররা আরও মনে করছেন, ‘প্রথমত খোলাবাজারে খাদ্যের দাম বাড়তে পারে কৃষি বিল লাগু হলে। বৃদ্ধি পাবে এমনকি রেশনের খাদ্যদ্রব্যের দামও। ফলে কমে যেতে পারে খাদ্য সরবরাহের পরিমাণও। দারিদ্র সীমার নিচে বসবাসকারী গরিব মানুষগুলোই ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এর জেরে।লক্ষাধিক রেশন ডিলাররাও এমনকি ক্ষতির সম্মুখীন হবে।’ তাঁরা আরো মনে করেছেন, ‘কেন্দ্র যে এক দেশ এক কার্ড ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন তা আদৌ সম্ভব না। কেন্দ্রীয় সরকার এমনকি কোনওরকম সিদ্ধান্ত নেয়নি ডিলার কমিশন পুনঃবিন্যাস এর ব্যাপারেও।’