সমাবর্তন অনুষ্ঠানে শশী থারুরকে ডি.লিট উপাধিতে সম্মানিত করতে চলেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়
বেস্ট কলকাতা নিউজ : কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট লেখক শশী থারুরকে ডি.লিট উপাধি দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ৷ জানা গেছে আগামী ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও ডিগ্রি প্রদানের অনুষ্ঠান হবে বিশেষ অতিথিদের নিয়ে । সেখানেই বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত শশী থারুরকে সম্মানিত করা হবে ডি.লিট উপাধিতে ।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জন ফেলিক্স রাজ জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই বছর তিরুবনন্তপুরমের সাংসদ ড. শশী থারুরকে সম্মানীয় ডি.লিট দেওয়া হবে বিশ্ববিদ্যলয়ের তরফে । ২০১৯ সালে বিশ্ববিদ্যলয়ের প্রথম বছরের সমাবর্তনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বিশ্ববিদ্যালয়ের উন্নতি নিয়েও ড. থারুর নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন ।”
উল্লেখ্য ,৬৯ বছরের থারুর ২০০৯ সাল থেকে কংগ্রেসের সাংসদ হিসেবে তিরুবনন্তপুরম কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন । লন্ডনে জন্ম হলেও তাঁর শৈশব কেটেছে মুম্বইয়ে । কলকাতার সঙ্গেও তাঁর সম্পর্ক অত্যন্ত গভীর । ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন । পরে কূটনীতিক, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করলেও কলকাতার প্রতি তাঁর টান আজও অটুট । তাঁর সাহিত্যিক প্রতিভা ও বহুভাষিক লেখনীর জোরে দেশের পাশাপাশি বিদেশেও তিনি সমান সমাদৃত ৷ সেই কারণেই এ বছর তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ।

