সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো শিলিগুড়ি পুরসভাতে
শিলিগুড়ি : সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো শিলিগুড়ি পুরসভার এক নম্বর বোরোতে। এদিন এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন এক নম্বর বরোর চেয়ারম্যান গার্গী চট্টোপাধ্যায় এবং মেয়র গৌতম দেব দুজনেই। এদিন মেয়র জানান সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা যারা কাজ করছে তাদের তাদের দায়িত্ব সহকারে কাজ করা একান্তই প্রয়োজন। আমাদের কর্মসূচির মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট গ্রুপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে । কারণ প্রচুর অর্থের প্রয়োজন হয় এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট গ্রুপ কে সজাগ রাখতে , প্রচুর জিনিস কেনাকাটা করতে হয় , এবং যার জন্য ব্যাপক অর্থ লাগে। তাই যারা যারা অর্থ কালেকশন করছেন তাদের কাছে এই একটা বিশাল দায়িত্ব । তাদের কাজের উপর একটা ওয়ার্ডের উন্নতি নির্ভর করছে। এদিন গার্গী চট্টোপাধ্যায় নিজের ওয়ার্ডে কোথায় কোন খাতে কি কি খরচ হচ্ছে তার বিস্তারিত বিবরণ মেয়র গৌতম দেব কে জানান । এদিন আলোচনা সভাতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার স্থায়ী এবং অস্থায়ী সকল কর্মচারীরাও।
