সাংসদ এবং বিধায়ক এর উপরে হামলা, অবশেষে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার হল ২ অভিযুক্ত
জলপাইগুড়ি : সাংসদ এবং বিধায়ক এর উপরে হামলা জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার আক্রামল হক এবং গোবিন্দ শর্মা। দুজনকে অবশেষে এদিন গ্রেপ্তার করে জলপাইগুড়ি পুলিশ।জানা গেছে তাদেরকে আপাতত পুলিশ নিজের হেফাজতে রেখেছে বলেই । আরো জানা গেছে এই ঘটনা নিয়ে জোর চিরুনি তল্লাশি শুরু করে জলপাইগুড়ি পুলিশ। অবশেষে এদিন আটক করা হয় তাঁদের ২ জনকে।
