সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কমিটি মিটিং শুরু করলো ওয়ার্ডে ওয়ার্ডে
নিজস্ব সংবাদদাতা : আর ১৫ মাস হাতে, তারপরেই বিধানসভা নির্বাচন। উপরতলার নির্দেশ বুথ লেভেল কমিটিকে শক্ত করতে হবে। তাই অন্যান্য জেলার মতো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ওয়ার্ডে ওয়ার্ডে সভা করতে শুরু করেছে। শিলিগুড়ি ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের এই উদ্দেশ্য নিয়ে সভা অনুষ্ঠিত হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অথবা বলতে পারা যায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ এমএমআইসি মানিক দে এবং উক্ত ওয়ার্ডের সকল নেতৃত্ব। জেলা সভাপতি জানান নির্বাচনে ভালো ফলাফল করতে গেলে আমাদের প্রথমেই দরকার বুথ লেভেল কমিটিকে শক্ত হাতে তৈরি করা। কারণ ভোটে জিতবার জন্য সবথেকে বেশি প্রয়োজন ভালো কর্মীর। কর্মীরা যদি ঠিকভাবে কাজ করে কোন সমস্যায় তৈরি হবে না।
জেলা সভাপতি এদিন আরো জানান প্রতিবার প্রচন্ড পরিশ্রম করেও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ভোটে জিততে কেন সফল হচ্ছে না এটা ভেবে দেখা প্রয়োজন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জন্য এবং বিশেষ করে শিলিগুড়ির জন্য প্রচুর কাজ করছেন, এবং হয়তো ভবিষ্যতেও করে যাবেন। তাই তার দিকে তাকিয়ে আমাদের দার্জিলিং জেলাকে ভালো ফল দেওয়া অত্যন্ত জরুরি।এই দিন উপস্থিত ছিলেন এম এমআইসি মানিক দে, এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। দুজনেই সম্মতি জানান জেলা সভাপতির এই বক্তব্যকে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ড এর সকল পুরুষ এবং মহিলা সাধারণ তৃণমূল কর্মীরা।