সামনেই বিধানসভা নির্বাচন আমাদের আরও সচেষ্ট হতে হবে, এমনটাই জানালেন শিলিগুড়ির কাউন্সিলর মানিক দে
শিলিগুড়ি : সামনে নির্বাচনের আগে আমাদের আরও সচেতন হতে হবে। ঠিক এমনটাই জানালেন শিলিগুড়ি ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানিক দে। এদিন তিনি জানান মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের তৈরি হতে বলেছেন, আমাদের সেই দিকে তাকিয়েই আগামী দিনে ভোটের লড়াই করতে হবে। তৃণমূল কংগ্রেস বাংলা শাসন করবে, আর আমাদের মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প মানুষকে আশ্বস্তই করছে না, উৎসাহিত করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে এবং মানুষের সাথে থেকে এসেছেন, এবং থাকবেন। আমরা সবাই কর্মী, তিনি একমাত্র নেত্রী। তাই তিনি যা বলবেন আমাদের সেটা অক্ষরে অক্ষরে মানতে হবে।

এদিন তিনি এও বলেন অনেক সময় কঠিন পরিস্থিতি আসবে, যেটা থেকে আমাদের সহজে বের হতে হবে। আর সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, মুখ্যমন্ত্রীর ৬৫ টি প্রকল্প এত জনহিতকর যে বলে ভাষায় প্রকাশ করা যায় না। তাই যেভাবেই হোক, আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মহিলাদের এক সম্মেলনে এসে ঠিক এমনটাই বক্তব্য রাখলেন শিলিগুড়ি ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং এমএমআইসি মানিক দে। এদিন তিনি আরো জানান মানুষ কুৎসা রটাবে কিন্তু আমাদের সেই কুৎসাকে জয় করতে হবে। তবেই আমরা জয়ী হবো