সামাজিক দায়বদ্ধতার পুজো, করোনা দূর করতে এবার অঞ্জলি হবে কামান দেগে
বেস্ট কলকাতা নিউজ : একদিকে রাখা হবে কামান সেই সঙ্গে হবে অঞ্জলি। তবে এ কোনো রাজবাড়ির গপ্পো নয়। এ গল্প এক বারোয়ারি পুজোর। তবে এই একটু অন্যভাবে হবে কামান দাগা ও অঞ্জলি দান। অঞ্জলি হবে অনলাইনে, আর কামান দাগা মানে গোলাবারুদের কোনো কামান নয় স্যানিটাইজিং কামান। এমনি অভিনব এক পরিকল্পনা নিলো দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব।
এবার বেশিরভাগ পুজো উদ্যোক্তারাই কোনো রকম জাকজমক রাখতে চাইছে না তাদের পুজোয়।প্রত্যেকেই চাইছেন সমাজের স্বার্থে কিছু কাজ করতে। উদ্যোক্তাদের মধ্যেও থাকছে এমনকি সমাজের প্রতি কিছু দায়বদ্ধতাও। আর এ বছর বর্তমান পরিস্থিতির কথা ভেবে মুদিয়ালি ক্লাবের থিম ‘দায়’। তাঁদের এই ভাবনা এই সামাজিক দায়বদ্ধতা থেকেই। অনলাইনে অঞ্জলি হলে একদিকে বজায় রাখা যাবে সামাজিক দূরত্বও। আবার পুজো মণ্ডপকেও জীবাণু মুক্ত রাখতে তাঁরা স্যানিটাইজ করাতেও চাইছে এমনকি স্যানিটাইজিং কামান দিয়েও।ঢাকে কাঠিও পড়ে গেছে এদিকে। ইতিমধ্যেই খুঁটিপুজোর কাজও সেরে ফেলেছে বেশিরভাগ পুজো প্যান্ডেল গুলোও। কারণ হয়ে গিয়েছে মহালয়া। যদিও এবার মহালয়ার প্রায় এক মাস পর পুজো। কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে করোনা পরিস্থিতিতে চলতি বছরের পুজো নিয়ে চিন্তার ভাঁজ পড়েছিল উদ্যোক্তাদের কপালেও। ক্লাবগুলি পুজো করছে সেই চিন্তার ভাঁজ কপালে রেখেই। একই ভাবেই কাজ করছে মুদিয়ালি ক্লাবও।
‘মুদিয়ালি’ পুজো কমিটির এক কর্তা বলেন, ‘ আমাদের এখানে সবাই বসে ভোগ খায়। তবে এবারে ছোট বক্সের মাধ্যমে সেইগুল মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। ঘরে বসেই মানুষ যাতে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, সেই চেষ্টাই আমরা চালাচ্ছি।