সাড়ে ১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : অবশেষে পেশ হলো শিলিগুড়ি পুরসভার বাজেট । মোট ১২ কোটি ৪০ লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র গৌতম দেব। এই বাজেটে জোর দেওয়া হয়েছে মূলত যান বাহন রাখার ব্যাপারে, নগরান্নানের ব্যাপারে এবং সৌন্দর্যায়নের ব্যাপারে। মেয়র গৌতম দেব এদিন জানান শিলিগুড়ি কে স্মার্ট মেগাসিটিতে পরিণত করতে চলেছে এই পুরসভা। তবে সবার আগে আমরা দেখব নাগরিকদের সুযোগ-সুবিধার দিকটা। কারণ নাগরিকরাই আমাদের বিশ্বাস করে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন। শিলিগুড়ি উত্তরবঙ্গের করিডোর এই করিডরের উপর নির্ভর করে বহু মানুষের আয় এবং ব্যয় নির্ভর করছে। শিলিগুড়িতে বহু মানুষ আসেন চিকিৎসা করাতে। এছাড়া মানুষ বিভিন্ন ব্যবসায়ী ছাত্র এখানে আছেন। আমরা তাই চাইছি শিলিগুড়ি যাতে উন্নত থেকে আরও উন্নততর হয়। শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে জলের পরিষেবা নিয়েও আমরা একেবারেই সন্তুষ্ট নই, এদিন এমনটাও জানান মেয়র।

মেয়র আরও বলেন শিলিগুড়ি ৪৭ টি ওয়ার্ড জলের সমস্যা নিয়ে ভুগছে, এর সমাধান আমাদেরই করতে হবে। বিভিন্ন খাতে টাকা বরাদ্দ করা হয়েছে, এবং আমাদের দেখতে হবে যাতে সেই টাকা সঠিক খাতে ব্যয় হয়। এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তীও মেয়রের সাথে একই মতামত ব্যক্ত করেন। শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে ৬৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরী হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মূর্তি। এটা হবে শিলিগুড়ির অন্যতম গর্বের বিষয়। মেয়র এদিন এও জানান , শিলিগুড়িতে যানবাহন নিয়ে সমস্যায় ভুগছেন স্থানীয় মানুষ, বিশেষজোনের অবস্থা খুব খারাপ, সেদিকেও তাকাতে হবে আমাদের।