সিগন্যাল ভেঙেও পালাতে পারল না মাদক পাচারকারীরা, বড় সাফল্য সুতি থানার পুলিশের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : চাঁদের মোড়, টোল প্লাজা, নাকা চেকিং পয়েন্ট; খবর পাকা ছিল—ট্রাকটা আসছে। যে ট্রাকে করে বিপুল পরিমাণে গাঁজা পাচার হতে চলেছে। গোপন সূত্রে এমনি খবর পেয়েই যথাস্থানে অবতীর্ণ হয় সুতি থানার পুলিশ, সঙ্গে ছিল STF ও জেলার SOG টিমও । অল্প কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন ট্রাকটিকে এগিয়ে আসতে দেখে নাকা পয়েন্টের দিকে। গাড়ির চালক ঘুণাক্ষরেও টের পায়নি, আগে থেকেই জাল পেতে বসে রয়েছে পুলিশের টিম।

এদিকে পরিস্থিতি বেগতিক বুঝেই তৎক্ষনাৎ ট্রাকচালক সিগন্যাল ভেঙে পুলিশের গাড়ির উপর দিয়ে ট্রাকটি চালিয়ে পালানোর চেষ্টা করে। গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় পুলিশভ্যানটি। এরপর সামনে থেকে আসা আরেকটি ভারী গাড়িকে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ধৃত ট্রাকটি। পুলিশও সঙ্গে সঙ্গে ধাওয়া করে ট্রাকটিকে। কিছুক্ষণ রুদ্ধশ্বাস ধাওয়ার পর, অবশেষে, আহিরনহাট ট্রাফিক সিগন্যাল এলাকায় ট্রাকটিকে আটকে ফেলে পুলিশ।

তবে এখানেই শেষ নয়—ট্রাক আটকানোর সঙ্গে সঙ্গেই চালক কেবিন থেকে লাফ দেয়, পালানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তাকে সেখানেই ধরে ফেলে পুলিশ। ট্রাকের খালাসি পালিয়ে গেলেও তার সন্ধানে তল্লাশি জারি থাকে । কিন্তু পালিয়ে আর যাবে কোথায়! ধরা তো পড়বেই! ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মোট ৭৩ কেজি গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় সুতি থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *