সিট গঠন করা হয়েছে এ রাজ্যে ঘটে যাওয়া ট্যাব দুর্নীতি নিয়ে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা: ট্যাব দুর্নীতি নিয়ে সিট গঠন করা হয়েছে, আজ বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা ফিরে যাওয়ার পথে ঠিক এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো জানালেন কোন দোষী ছাড়া পাবেন না, তা তিনি যেই হোন না কেন। কিভাবে একজনের টাকা আরেকজনের একাউন্টে ঢুকে গেল, আমি আশ্চর্য হচ্ছি সেটা শুনতে পেরে। এই ধরনের অপরাধ যারা করে আছে, আমি তাদের কোনদিনও ক্ষমা করব না, জানালেন মুখ্যমন্ত্রী। আমি ছাত্র-ছাত্রীদের ট্যাব কিনতে দিয়েছি, শুধুমাত্র ওদের পড়াশুনার সুবিধার জন্য। যাতে ওরা সঠিকভাবে সহজভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে। কিন্তু অর্থের মোহে এবং অর্থের লোভে যারা এই দুর্নীতি করলো, এবং যে বা যারা এই জন্য দুর্নীতির সাথে যুক্ত আছেন, তাদের কাউকে ছাড়া হবে না। উচ্চ পর্যায় তদন্ত হবে।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফিরে গেলেন, অরূপ বিশ্বাসও । মুখ্যমন্ত্রী এদিন আরোও জানান , আজকের দিনটি খুব পবিত্র, একদিকে রাস পূর্ণিমা, অন্যদিকে গুরু নানকের জন্মদিন, এবং অন্যদিকে বিরসা মুন্ডা। আমি আজকের দিনটি বিশেষ ভাবে মনে রাখবো বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। আমি আবার আসব, যাওয়ার আগে বলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন এও বলেন ছটি নির্বাচনে তৃণমূলই জিতবে, এই বিষয়ে কোন সন্দেহ নেই। মানুষ সিপিএম এবং বিজেপিকে চিনে গেছে। ওরা আর কখনোই আসবেনা।