সিরিটি শ্মশানকে সাজিয়ে তোলা হবে সম্পূর্ণ নতুন এক রূপে
বেস্ট কলকাতা নিউজ : টালিগঞ্জের সিরিটি শ্মশান সাজতে চলেছে সম্পূর্ণ এক নতুন রূপে। এনিয়ে ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে একটি বৈঠকও হয় সিরিটি শ্মশানের পুনর্নির্মাণ নিয়ে। কলকাতার পৌরনিগমের অন্তর্গত শ্মশানটি দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে উপযুক্ত সংস্কারের অভাবে।এমনকি সিরিটি শ্মশানের লাগোয়া টালি নালাও সংস্কারের অভাবে প্লাস্টিক ও আবর্জনার স্তূপে বন্ধ হয়ে যাওয়ার মুখে।কলকাতা মহানগরে মূলত পাঁচটি শ্মশান রয়েছে। যে গুলি হলো কাশীপুর মহাশ্মশান, কাশী মিত্র ঘাট শ্মশান, কেওড়াতলা মহাশ্মশান, নিমতলা শ্মশান ও সিরিটি শ্মশান।
জানা গেছে , আগামী ২ তারিখ কলকাতা পৌরনিগমের আধিকারিকরা ও ইঞ্জিনিয়ার বিভাগ সিরিটি শ্মশান পরিদর্শন করবে। সংস্কার করা হবে তাদের দেওয়া সেই রিপোর্ট অনুযায়ী। যখন সংস্কারের কাজ শুরু হবে তখন সাময়িকভাবে সৎকারের জন্য একটি চুল্লি বন্ধ রাখা হতে পারে জানিয়েছেন প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিং।