সীমান্তের ৩ কিমি ভিতরে কাঁটাতার, রানিনগরে শস্য লুট করলো বাংলাদেশিরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিএসএফ না থাকার সুযোগে রাতের অন্ধকারে কাঁটাতারহীন সীমান্তবর্তী জমির ফসল কেটে নিচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। এই অভিযোগ রানিনগরের রাজানগর সহ আশেপাশের চাষিদের। তাঁদের অভিযোগ, বিএসএফ জিরো পয়েন্ট থেকে অনেক ভিতরে ডিউটি করে। ফলে সীমান্ত অসুরক্ষিত থেকে যায়। কাঁটাতারে বেড়া না থাকায় মাঝেমধ্যেই বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই রানিনগরের বাংলাদেশ সীমান্তে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়ার তোড়জোড় শুরু করেছে সরকার। তবে এতে রাজানগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের সীমান্তে জমি থাকা চাষিদের কার্যত ভাতে মারার বন্দোবস্ত হবে বলেই অভিযোগ। ওইসব এলাকার কৃষকদের দাবি, কাঁটাতারের বেড়া মৌরুশি ও তার আশপাশে তিন কিলোমিটারের বেশি ভেতর দিয়ে করার পরিকল্পনা হয়েছে। ওই লাইন ধরে কাঁটাতার দেওয়া হলে একেবারেই বাংলাদেশি দুষ্কৃতীদের দখলে চলে যাবে তাঁদের চাষের জমিগুলি। ইতিমধ্যেই পুরো বিষয় নিয়ে পুনরায় বিবেচনা করে সীমান্ত থেকে ১৫০ মিটারের কাছাকাছি কাঁটাতার দেওয়ার দাবি তুলে বিভিন্ন মহলে লিখিত আবেদন জানিয়েছেন তাঁরা।

চাষিদের দাবি, কাঁটাতার দেওয়ার খবর শুনে স্বস্তি পেয়েছিলেন তাঁরা। কিন্তু যে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতার লাগানোর পরিকল্পনা হয়েছে, তাতে মৌরুশি ও তার আশপাশের অংশে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে পর্যন্ত অরক্ষিত থেকে যাবে। চাষিদের দাবি, প্রস্তাবিত লাইন ধরে ফেন্সিং হয়ে গেলে ওপারের জমিগুলি পরিত্যক্ত হয়ে পড়বে। শেষ পর্যন্ত তাদের জমি পুরোপুরি ভাবে বাংলাদেশি দুষ্কৃতীদের দখলে চলে যাবে। এর ফলে ব্যাপক সমস্যায় পড়তে হবে তাঁদেরও। তাই তাঁদের দাবি, তিন কিলোমিটার ভেতরে ভারতীয় জমিতে নয়, ফেন্সিং হলে তা আন্তর্জাতিক আইন মেনে জিরো পয়েন্ট থেকে ১৫০ গজ ভিতরে করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *