সেবকের মাইলে অগ্নিকাণ্ড, আগুন নিভাতে ঘটনাস্থলে এলো দমকলের তিনটি ইঞ্জিন
নিজস্ব সংবাদদাতা : আগুন যেন পিছু ছাড়ছে না শিলিগুড়িতে, মাইল সংলগ্ন এলাকায় শুকনো পাতা ধরানোর থেকে আগুন লেগে ছড়িয়ে গেল গোটা এলাকা জুড়ে। এদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় নিজের ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন মানুষজন। যদিও ওখান থেকে বাড়ি অনেকটাই দূরে, তবুও আগুনের লেলিহান শিখার জোর এতটাই ছিল যে দূর থেকে দাউ দাউ করে ধোঁয়া উড়তে শুরু করায় আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করতে শুরু করে দেয় মানুষজন। এদিকে অবশেষে খবর দেওয়া হয় দমকলকে, প্রথমে একটি ইঞ্জিন আসে এবং কাজ না হওয়ায় আরো দুটো ইঞ্জিনকে খবর দেওয়া হয়। পরে তারা আগুন আয়ত্তে আনে। এলাকার মানুষেরা জানান বিশেষ করে শুকনো পাতাতে আগুন লাগানোকে কেন্দ্র করে এলাকায় আগুন লাগানোর ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। তবুও শিক্ষা নেয়নি মানুষ, না নেওয়ার কারণেই এই চরম বিপত্তি বলে জানায় এলাকার বাসিন্দারা। তবে এদিন কিভাবে আগুন লাগল এবং কেন এতটা ছড়ালো সেটা নিয়েও সন্দিহান ছিলেন স্থানীয় মানুষজন।
