সেবকে পাহাড়ের বিশাল বড় পাথরের ধস নেমে এলো রাস্তায়, বন্ধ হয়ে গেল শিলিগুড়ি-সিকিম লাইফ লাইন এর মূল সড়ক পথ
নিজস্ব সংবাদদাতা : টানা বৃষ্টিতে, বিশাল ধস নামলো সেবকে। সেবকের বাগপুল এবং কালি ঝোড়ার মাঝে বিস্তীর্ণ এলাকা জুড়ে এদিন নামলো বিশাল ধস। যার জেরে এদিন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে সেখানকার যানবাহন পরিষেবা। স্থানীয় মানুষ এবং সেনাবাহিনীর লোকজনরা এদিন জোর চেষ্টাও চালায় অবস্থা স্বাভাবিক করে আনার । এদিকে আবার এই ধস নামার কারণে এদিন ফের বন্ধ করে দেওয়া হয় ১০ নম্বর জাতীয় সড়ক । এদিন যানবাহন যানবাহন চলাচল দুপুরের পর থেকেই বন্ধ হয়ে যায়।স্থানীয় বাসিন্দারা জানান সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে সমস্ত ধরনের পরিষেবা। এরপরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, কাজেই উদ্ধারকারীরাও সমস্যার মধ্যে পড়ে গেছেন। টানা বৃষ্টিতে সেবক কালিঝোড়া যান চলাচল এদিন একেবারেই বিপর্যস্ত হয়ে হয়ে পড়ে। মূলত বৃষ্টির কারণে সন্ধ্যাবেলার দিকে পাথর ধসে পড়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে। আগামী কিছদিন এই পথ দিয়ে যানবাহন চলাচল করা যাবে না বলে জানিয়েছেন সেনাবাহিনীর আধিকারিকরা।
