সেবক মোড়ে রাস্তার উপরে পড়ে গেল বিশাল আকারের গাছ, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে
শিলিগুড়ি : সেবক মোড়ে এক বিশাল আকারের গাছ রাস্তার উপরে পড়ে যাওয়ায় আটকে গেলো সেবক মোড়ের মতো ব্যস্ততম রাস্তা। এদিকে এদিন পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা চেষ্টা চালানোর পাশাপাশি যথাসম্ভব যতটা তাড়াতাড়ি পারা যায় ওই গাছটিকে সরাবারও আপ্রাণ চেষ্টাও করে। এত বড় গাছ রাস্তার উপর পড়ে যাওয়ায় এদিন রাস্তা সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায় এবং প্রত্যেককে জানানো হয় তারা যেন অনন্য পথ দিয়ে ঘুরে যান। এদিন এমনকি ঘটনাস্থলে আসেন এলাকার কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য সদস্যরা। যদিও কাউন্সিলরের তরফ থেকে এদিন জানানো হয় খুব তাড়াতাড়ি রাস্তাটা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে একটু সময় লাগবে।
