স্থায়ী মালিকানার দাবিতে শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এক ঘন্টা বন্ধ পালন করলো গোটা বিধান মার্কেট জুড়ে
শিলিগুড়ি : স্থায়ী মালিকানার দাবিতে এক ঘণ্টা বন্ধ ডাকলো শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়িক কমিটি। জানা গেছে বহুদিন ধরে তারা এই দাবি জানিয়ে আসছেন অবশেষে এবার সেই দাবি মেনে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এদিন এক ঘন্টা ধর্মঘট পালন করলো। জানা যায় সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত চলে এই ধর্মঘট।

এদিকে সভাপতি বাপি সাহা এদিন জানান বহুদিন ধরে আমাদের এই দাবি-দাওয়া। কোনভাবেই কেউ এই ব্যাপারটিকে আমল দিতে চাইছে না। আমরা বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি এবং বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছি। যদি আমাদের কাগজপত্র না দেওয়া হয় তবে কিছুতেই আমরা এগোতে পারছি না। বিশেষ করে বর্ষাকালে আমাদের চরম দুরবস্থার মধ্য দিয়ে দিন কাটাতে হয়। আমাদের দোকানে যেসব কর্মচারী আছেন তারা প্রচন্ড অসুবিধার মধ্যে দিন কাটান। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির কাছে বহুদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি দোকানের স্থায়ী মালিকানার জন্য। আজকেও সেই দাবি মেনে গোটা বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এক ঘন্টা ধর্মঘট করছে। আমরা এও দাবি জানিয়েছি যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় , আমরা আরও বড় আন্দোলনের পথে যাব।