স্নান করতে নেমেছিলেন ‘উত্তাল’ মহানন্দায়, আর বাড়ি ফিরলেন না যুবক
বেস্ট কলকাতা নিউজ : অত্যন্ত মর্মান্তিক ঘটনা মালদহে । আত্মীয়দের সঙ্গে নদীতে স্নানে নেমে আর ফিরলেন না পড়ুয়া। একে উত্তরবঙ্গে ক্রমাগত বৃষ্টি পড়ছে। যার জেরে জল বেড়েছে পাহাড়ি নদীগুলিতে। এমত অবস্থায় মহানন্দায় নেমে কার্যত টাল সামলাতে পারেনি ওই যুবক। তলিয়ে যান তিনি। ঘটনা টি ঘটেছে মালদহর রতুয়া ২ ব্লকের শ্রীপুর ১ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, নিখোঁজ যুবকের নাম নাজিম হাসান (১৯)। বাড়ি রতুয়া ১ ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের করবোনা এলাকায়। নাজিম কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণির পড়ুয়া। গোবিন্দপুর এলাকায় দাদুর বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
দুপুরে আত্মীয় পরিজনদের সঙ্গে নদীতে স্নানে নেমে নিখোঁজ হয়ে যায় নাজিম। তাঁর সঙ্গে থাকা সকলেই জলস্রোতে তলিয়ে যাচ্ছিলেন। তবে প্রত্যক্ষদর্শীরা জানায় তারা সকলকে উদ্ধার করতে সক্ষম হলেও নাজিমকে তারা খুঁজে পাননি। এদিকে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি অভিযান চালায় সিভিল ডিফেন্সের দল। নদীতে নামানো হয় স্প্রীডবোর্ডও । ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক আব্দুর রহিম বক্সি। ঘটনার পর থেকে পরিবারে শোকের ছায়া। আমিনুর হক নামে স্থানীয় বাসিন্দা বলেন, “ওরা সবাই গোবিন্দপুরে এসেছিল। মহানন্দা নদীতে স্নানে নেমেছিলেন। সেই সময় ডুবে যায়। ওরা চারজন নেমেছিল। একজনকে পাওয়া যায়নি।”