স্বাভাবিকের নীচে পৌঁছলো তাপমাত্রার পারদ, অবশেষে রাজ্যজুড়ে শুরু হল তীব্র শীতের দাপট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আপাতত শুকনো আবহাওয়া । উত্তুরে হাওয়ার দাপটে শীত বঙ্গে একটু আগেই ঘাঁটি গেড়ে ফেলল । বর্ষার মতো শীতও সময়ের কিছুটা আগেই প্রবেশ করলো বাংলায় । শুরু থেকেই যথেষ্ট মারকুটে ব্যাটিং করছে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বিরাজ করছে শীতের প্রবল দাপট। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার পরে অন্তত তিনদিন তা স্থায়ী হলে শীত পড়েছে বলে ধরা হয় । আর এখন রাজ্যজুড়ে সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে না নামলেও তার খুব কাছেই ঘোরাফেরা করছে ৷ তবে এটা যে সবে শীতের শুরু তা বলাই যায় ৷বেলার রোদে সামান্য উত্তাপ রয়েছে । কিন্তু ভোর এবং সূর্যাস্তের পরে ঠান্ডা বেশ ভালোই মালুম হচ্ছে ৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা নিচে ঘোরাফেরা করছে । সোমবারও দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস ।

দক্ষিণের মত উত্তরবঙ্গেও একই পরিস্থিতি । শুষ্ক আবহাওয়া ও শীতল হাওয়ার দাপটে পারদ স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নিচে । সোমবার উত্তরবঙ্গের সমতলের মধ্যে শীতলতম স্থান ছিল আলিপুরদুয়ার ৷ এদিন সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছিল ১ ১ ডিগ্রি সেলসিয়াসে । উপরের পাহাড়ি অঞ্চলে বেশি শীতলতম স্থান ছিল দার্জিলিং ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ .২ ডিগ্রি সেলসিয়াস । যা রাজ্যের মধ্যে শীতলতম তো বটেই ।

আজ মঙ্গলবার দিনের আকাশ থাকবে পরিষ্কার । ভোরে কুয়াশা দাপট দেখাবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ এবং ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । আগামী দু’দিনে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের । আবহাওয়াবিদরা বলছেন, চলতি সপ্তাহে তাপমাত্রার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন নেই । তবে ঠান্ডার দাপট চলবে । অর্থাৎ, বলা যায় পৌষ মাসের আগেই শীতের দাপটের প্রথম ইনিংস চলছে বাংলায় । এদিকে গতকাল সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১ .০৬ ডিগ্রি নিচে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ .০৪ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০২ .০৪ ডিগ্রি নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৯ এবং সর্বনিম্ন ৪৪ শতাংশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *