স্বামীজীর বাণী নামাঙ্কিত ফলকের উদ্বোধন হলো জলপাইগুড়ি টাউন স্টেশনে
জলপাইগুড়ি : জলপাইগুড়ি টাউন স্টেশনে স্বামী বিবেকানন্দের বাণী নামাঙ্কিত ফলকের উদ্বোধন হলো। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের শিবপ্রেমানন্দ এবং সাংসদ জয়ন্ত রায়। জয়ন্ত রায় এদিন জানান স্বামীজি শুধুমাত্র তার বাণীর মাধ্যম দিয়েই সারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন ভারতবর্ষ কি জিনিস। এদিন তিনি এও জানান নিজে সারা পৃথিবীর কাছে ভারতকে বিখ্যাত করেছিলেন। তার বাণী এবং তার সহজ সরল কথা আমাদের সবার মনে গেঁথে আছে। এত বই বেরিয়েছে তা কে নিয়ে বিশ্বাসই করা যায় না। আজকে জলপাইগুড়ি টাউন স্টেশনে একটা নতুন দিগন্তের সূচনা হলো। স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত ফলক উন্মোচন হল। আগামী দিনে যা জলপাইগুড়ি টাউন স্টেশন কে সারা ভারতবর্ষের মানচিত্রের কাছে পৌঁছে দেবে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির প্রচুর স্থানীয় মানুষজন। সাংসদ জয়ন্ত রায় এদিন আরোও বলেন সারা বিশ্বের কাছে স্বামী বিবেকানন্দের কথা এবং কাহিনী বিরল, আমরা খুব ভাগ্যবান আমরা সুযোগ পেয়ে গেছি তার জন্য কিছু করে দেখানোর। তার প্রতিভা, তারপর কার্য আমাদের কাছে এক অভূতপূর্ব নিদর্শন হয়ে থাকবে আজীবন।
