স্বামীর রহস্যমৃত্যু বিয়ের রাতেই , স্ত্রী সারারাত দেহ আগলে বসে থাকলেন পাথরের মতো

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সাধ ছিল হাতে হাত মিলিয়ে সংসার করার। কিন্তু এক রাতেই যেন সব স্বপ্ন ভেস্তে গেল বিউটি রায়ের। সবে মাত্র বিয়ে করে উঠেছিলেন বন্ধু বাড়িতে। আর সেখানেই মৃত্যু হল স্বামীর। খুন নাকি আত্মহত্যা? রহস্যমৃত্যু ঘিরে চোখের সামনে ধোঁয়াশা দেখছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার ঘোলার নবপল্লি এলাকার। বাড়ি থেকে পালিয়ে বিয়ে সেরেছিলেন অভি দাস ও বিউটি রায়। উঠেছিলেন অভির এক বন্ধুর ভাড়া বাড়িতেই। কিন্তু সেখানে যেন পাতা ছিল মৃত্যু ফাঁদ। বিয়ের রাতেই সব শেষ হয়ে গেল বিউটির। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে , পালিয়ে গিয়ে বিয়ে করলেও একটা অনুশোচনা কাজ করছিল বিউটির মনে। সেই কারণেই নিজের বাড়ি ফিরে যেতে চান তিনি। কিন্তু সদ্য বিয়ে করা বউয়ের ওমন দাবি শুনে ক্ষেপে লাল অভি। কোনও মতেই স্ত্রীকে ছাড়তে নারাজ সে। এরপর শুরু হয় চরম গন্ডগোল। তারপর গোটাটাই ধোঁয়াশা।

এদিন সকাল বেলা উদ্ধার হয় স্বামী অভি দাসের দেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, পাশেই পাথরের মতো দেহ আগলে এক কপাল সিঁদুর নিয়ে বসে থাকতে দেখা যায় স্ত্রী বিউটি দাসকে। কিন্তু কী এমন হল রাতের অন্ধকারে? ঝগড়া অশান্তির পর কি আত্মহত্য়া করলেন অভি নাকি খুন হতে হল স্ত্রীয়ের হাতে? এই নিয়ে ধোঁয়াশা কাটিয়ে উঠতে পারেনি পুলিশ। আরও জানা গিয়েছে, মৃত্যুর পর সারারাতই নাকি স্বামীর দেহ আগলে বসেছিলেন বিউটি। কাউকেই কিছু জানাননি। সকালবেলা ওই অবস্থা তাদের প্রথম দেখেন সেই বাড়ির মালিক। তারপরই খোঁজ দেন স্থানীয় থানায়। আবার এদিকে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি স্ত্রী বিউটি দাসকে আটক করে নিয়ে যায় পুলিশ। খুন নাকি আত্মহত্যা, রহস্যমৃত্যু নিয়ে তদন্তেও নেমেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *