হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশ জোর ধাক্কা খেলো ময়নায় বিজেপি নেতার খুনের ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : ময়নায় বিজেপি নেতার খুনের ঘটনায় রাজ্য পুলিশ জোর ধাক্কা খেলো কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল ময়নার নিহত বিজেপি নেতার দেহের । বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ এই ময়নাতদন্ত হবে কলকাতার কমান্ড হাসপাতালে । ময়নাতদন্ত করতে হবে বিশেষ দল গঠন করে। উপস্থিত থাকতে পারবেন রাজ্যের ২ ফরেনসিক বিশেষজ্ঞ। পরিবার চাইলে উপস্থিত থাকতে পারবেন ময়নাতদন্তের সময়। ময়নাতদন্তের রিপোর্ট পরিবার এবং ময়না থানাকে দেবে কমান্ড হাসপাতাল।
বিচারপতি বুধবার আরও নির্দেশ দেন, এখন তমলুক হাসপাতালে পরিবারকে দেহ দেখিয়ে অবিলম্বে দেহ কলকাতায় নিয়ে আসতে হবে রাজ্য পুলিশের নিরাপত্তায় এবং ময়নাতদন্তের পর আবার ফেরত নিয়ে যেতে হবে। পরিবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় থাকবে চার সপ্তাহের জন্য। উচ্চ আদালত আগামী সোমবারের মধ্যে রাজ্যকে ঘটনার রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ দিয়েছে।
হাইকোর্ট আরো নির্দেশ দিয়েছে , এফআইআরে যুক্ত করতে হবে তফসিলি জাতি-উপজাতি সংক্রান্ত সংশ্লিষ্ট ধারা-সহ বাকি উপযুক্ত ধারা । মঙ্গলবার আদালতে রাজ্য সরকার জানিয়েছে, মাথায় গুলি লেগেই মৃত্যু হয়েছে বিজেপি নেতা বিজয়কৃষ্ণের। দ্বিতীয় বার ময়নাতদন্তে তাঁদের কোনও আপত্তি নেই।