হাওড়া স্টেশনের সাবওয়েতে সক্রিয় অসাধু চক্র, ভর সন্ধ্যায় মহিলার গলা থেকে সোনার নেকলেস ছিনিয়ে নিলো ছিনতাইকারী
বেস্ট কলকাতা নিউজ : সস্ত্রীক কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু মাঝে এরকম ভয়াবহ একটা ঘটনা ঘটে যাবে, তা আশা করতে পারেননি তিনি। নিজে যখন পান কিনতে ব্যস্ত, তখনই বড় বিপদের মুখে পড়ে গেলেন স্ত্রী। ভর সন্ধ্যায় হাওড়া স্টেশনের সাবওয়েতে এক মহিলার গলা থেকে দামি সোনার নেকলেস ছিনিয়ে যায় ছিনতাইকারী। অবশেষে শুরু হয় তদন্ত।

জানা গেছে এদিন সন্ধ্য়ায় স্ত্রী মিঠু ঘোষকে নিয়ে কলকাতা থেকে হাওড়ার বড়গাছিয়ার নিজের বাড়ি ফিরছিলেন বৃন্দাবন ঘোষ। তিনি পেশায় ব্যবসায়ী। বাড়ি ফেরার পথেই হাওড়া স্টেশনের বারো নম্বর সাবওয়ের মুখে পান কিনতে দাঁড়িয়ে পড়েন বৃন্দাবনবাবু। তারপরেই ঘটে বিপত্তি। বৃন্দাবনবাবুর স্ত্রী মিঠু ঘোষের গলা থেকে এক ভরি ওজনের সোনার হার ছিনিয়ে নিয়ে চলে যায় এক ছিনতাইকারী। আচমকাই ঘটনাটি ঘটায় স্তম্ভিত হয়ে যান দু’জনেই। মুহুর্তের মধ্যে হুঁশ ফিরতেই ছিনতাইকারীকে ধাওয়া করেন বৃন্দাবনবাবু। ছুটে যান এমনকি স্থানীয়রাও। কিন্তু ধরা সম্ভব হয় না ছিনতাইকারীকে। আগুনের গতিতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। বৃন্দাবন বাবু জানিয়েছেন, ‘হারটা যখন ছিনতাই করে নিয়ে চলে যায়, আমি সঙ্গে সঙ্গে সঙ্গে ধাওয়া করি। ওঁর পিছনে অনেকটা ছুটেছিলাম। কিন্তু হাঁফিয়ে যাই। জোয়ান ছেলে তো, ধরতে পারি না। পুলিশে অভিযোগ করেছি, ওরা পাঁচ মিনিটের মধ্যেই অভিযোগ দায়ের করে তদন্তে বেরিয়ে পড়ে।’এই ঘটনার পরেই স্থানীয় গোলবাড়ি থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতি।