হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে এক তীব্র প্রতিবাদ হিন্দু মহা মঞ্চের তরফ থেকে
নিজস্ব সংবাদদাতা : বিরিয়ানিতে পোকা, এই অভিযোগ নিয়ে হিন্দু মহা মঞ্চের তরফ থেকে বিক্ষোভ দেখানো হলো শিলিগুড়ি পুরসভাতে । হিন্দু মহামঞ্চের তরফ থেকে এদিন জানানো হয় এইভাবে মানুষের কাছে ক্রমাগত পৌঁছে দেওয়া হচ্ছে বিষাক্ত খাবার। এটা কোনভাবেই আশা করা যায় না। এদিকে সারা শিলিগুড়িতে যত্রতত্র বিরিয়ানির দোকান খুলছে ব্যাঙের ধাতার মতো । কটা দোকানে বৈধ কাগজপত্র আছে খোঁজ করলে তা বুঝতে পারা যাবে। কেউ বিরিয়ানি খেতে আসছে আর তার মধ্য বের হচ্ছে পোকা। এটা একটা বিস্ময়কর ব্যাপার ।

হিন্দু মহা মঞ্চের তরফ থেকে এদিন আরোও জানানো হয় আমরা এর তীব্র প্রতিবাদ করছি। ওই দোকানটি আপাতত বন্ধ থাকবে। আমরা এরপর প্রতিবাদ মিছিল বের করব। হিন্দু মঞ্চের তরফ থেকে এও জানানো হয় শুধু বিরিয়ানির দোকানই নয়, শিলিগুড়ির বহু দোকানে এইভাবে খাবার বিক্রি হচ্ছে। এদিন হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে প্রতিবাদ মিছিল বের করেন হিন্দু মহা মঞ্চের সদস্যরা। এমনকি তারা এদিন মিছিল করে শিলিগুড়ি পুরসভাতে এসে মেয়রের কাছেও স্মারকলিপি জমা দেন।