হাবড়ায় কোরোনা আক্রান্ত হল একই পরিবারে আরও ১ জন
বেস্ট কলকাতা নিউজ : হাবড়ায় নতুন করে কোরোনা সংক্রমিত হলেন আরও একজন। ফলে কোরোনা আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেলো উত্তর ২৪ পরগনা জেলায়। চার দিন আগে হাবড়ার বাণীপুরের ৭৬ বছরের এক বৃদ্ধর মৃত্যু হয়েছিল কোরোনায় আক্রান্ত হয়ে । এরপরই পরিবারের ছয়জনকে হোম কোয়ারানটিনে রাখা হয় জেলা স্বাস্থ্যদপ্তরের নির্দেশেই।
ফের কোরোনার সংক্রমণ ধরা পড়ল ওই বৃদ্ধের পরিবারেরই আরও একজনের শরীরে। এবার আক্রান্ত হয়েছেন মৃত ব্যক্তির বোন । বয়স ৬২ বছর । এই নিয়ে হাবড়া শহরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার জনে। মোট আক্রান্তের মধ্যে আগেই সুস্থ হয়ে ফিরে এসেছেন এক তরুণী। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বারাসতের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আক্রান্ত মহিলাকে। এমনকি আক্রান্তের পরিবারের বাকি সদস্যদের রাখা হয়েছে বারাসত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোয়ারানটিন সেন্টারে ।
একই পরিবারের পরপর দুইজন কোরোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই হাবড়াবাসীর মধ্যে আতঙ্ক ক্রমাগত বাড়ছে বাড়ছে । স্থানীয় প্রশাসন সংক্রমণ রুখতে আক্রান্ত এলাকায় বাঁশের ব্যারিকেড করে দেওয়ার পাশাপাশি প্রতিবেশীদের ঘরে থাকারও নির্দেশ দিয়েছে ।