হুগলি জেলা প্রশাসন ৫০ বেডের সেফ হোম করছে চুঁচুড়ার ডাফ স্কুলে
বেস্ট কলকাতা নিউজ : হুগলি জেলা প্রশাসন সেফ হোম তৈরির বিশেষ উদ্যোগ নিল জেলারই সদর শহর চুঁচুড়ার ডাফ স্কুলে।আজ বুধবার সহকারী সিএমওএইচ (সদর) শুভাশিস শীল, এসডিও (সদর) সৈকত গঙ্গোপাধ্য়ায় ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার স্কুল পরিদর্শনে আসেন।প্রায় প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হুগলি জেলাতে। বেডের আকাল এমনকি হাসপাতালে। তাই অনেকেই চিকিত্সা করাচ্ছেন বাড়িতে নিভৃতবাসে থেকে। সেই কারণে জেলা প্রশাসন জেলায় সেফ হোমের সংখ্যা আরও বাড়াতে চাইছে পরিস্থিতি বিবেচনা করেই।
ডাফ স্কুলে সেফ হোম চালু হবে আপাতত ৫০টি বেড নিয়ে। আগামী দিনে বেডের সংখ্যা আরও বাড়ানো হবে প্রয়োজন অনুযায়ী।এই সেফ হোম চালু হবে এক সপ্তাহের মধ্যেই । গত এক বছর ধরে সেফ হোম রয়েছে সদর মহকুমার পাণ্ডুয়াতে। সেফ হোম করা হয়েছে এমনকি চন্দননগর, শ্রীরামপুর ও আরামবাগ মহকুমাতেও । কোভিড আক্রান্ত, যাদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই অথচ পরিস্থিতি নেই বাড়িতে নিভৃতবাসে থাকার মতো, তাঁরাই সেফ হোমে থাকতে পারবেন বলে মহকুমা শাসক জানিয়েছেন।