হেয়ারিংয়ের কাজ চলছে শিলিগুড়িতে, ঘুরে দেখলেন ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত
শিলিগুড়ি : হেয়ারিংয়ের কাজ চলছে শিলিগুড়িতে। আর সেটা ঘুরে দেখলেন ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত। এদিন তিনি জানান চিন্তা নিয়ে মানুষ আসছেন, তবে আমরা তার সমাধান বলে দিচ্ছি। চিন্তা করবার কিছু নেই। কাগজপত্র নিয়ে আসুন, সমস্ত সমস্যার সমাধান সম্ভব। একটু সময় লাগছে তবে আমরা দেখছি, যাতে কারো সমস্যা নিয়ে না ফিরতে হয়। বেশ কয়েকদিন আরো হাতে আছে। তাই নিশ্চিন্তে আসুন বলেও এদিন জানান ওয়ার্ড কাউন্সিলর। তিনি এদিন আরো জানান ভুল মানুষের হতেই পারে, আর সেটা ঠিক করাই মানুষের কর্তব্য। আর আমাদের মুখ্যমন্ত্রী সেটাই নির্দেশ দিয়েছেন আমাদের।


