১১ লক্ষ টাকা গায়েব হল শেয়ার ট্রেডিং অ্যাপের ফাঁদে পা দিয়ে! পুলিশ উদ্ধার করল অভিযোগের দেড় ঘন্টার মধ্যে
বেস্ট কলকাতা নিউজ : শেয়ার ট্রেডিংয়ে দক্ষ করে তোলার কথা বলে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিল। সেই ফাঁদে পা দিয়ে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করেন বেহালার এক বাসিন্দা। তাতেই বিপত্তি! তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ১১ লক্ষ টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই পর্ণশ্রী থানার দ্বারস্থ হন তিনি। সাইবার সেল তদন্তে নামে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার দেড় ঘণ্টার মধ্যে খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয় সাউথ সাবার্বান ডিভিশনের সাইবার পুলিশ।

জানা গেছে ‘আইসিআইসিআই ডিরেক্ট’ নামে একটি সংস্থার নাম করে মেসেজ এসেছিল অভিযোগকারীর মোবাইলে। তাতে বলা হয়, অ্যাপ ডাউনলোড করলেই শেখা যাবে শেয়ার ট্রেডিংয়ের যাবতীয় প্রক্রিয়া। এদিকে অভিযোগকারীর আরো দাবি, শুধুমাত্র শেয়ার ট্রেডিং শেখার জন্যই প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করেন তিনি। তিনি কোনও অর্থ লগ্নি করেননি। নিজের মোবাইল নম্বর দিয়েই অ্যাপে লগ-ইন করেন বেহালার ওই বাসিন্দা। দু’দিন অ্যাপটি ব্যবহার করার পর আচমকা তাঁর মোবাইলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ আসতে শুরু করে। অভিযোগকারীর দাবি, ৩ সেকেন্ড অন্তর ২৫ হাজার টাকা করে ‘ডেবিট’ হতে থাকে। ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় প্রতারকরা। তখনই তিনি পুলিশের দ্বারস্থ হন। তাঁর ব্যাংক অ্যাকাউন্টটি ‘ফ্রিজ’ করে দেন তদন্তকারীরা। এরপরেই টাকা উদ্ধারে নামে ডিভিশনের সাইবার সেল।
আরো জানা গেছে, প্রথমে প্রতারিতের অ্যাকাউন্ট থেকে খোয়া যাওয়া ৩ হাজার টাকা এটিএম মারফত তুলে নেয় প্রতারকরা। এছাড়া বাকি টাকার সবটাই উদ্ধার করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। এদিকে লালবাজারের তরফ থেকে জানানো হয় ১১ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করা গিয়েছে। আইনি পদ্ধতি মেনে সেই টাকা ফেরতও দেওয়া হয়েছে অভিযোগকারীকে। কিন্তু, লগ্নি না করেও কীভাবে খোয়া গেল টাকা? সাইবার বিভাগ সূত্রে খবর, অ্যাপটি সম্পূর্ণভাবে ভুয়ো। অভিযোগকারী মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করায় সেই তথ্য পৌঁছে যায় প্রতারকদের হাতে।