এসবিএসটিসির হেল্পলাইন নম্বর চালু হল মহিলাদের সুরক্ষায়
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (SBSTC) বেশ কয়েকটি রুটের বাসে৷ মূলত, কর্তৃপক্ষ এই হেল্পলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে মহিলাদের সুরক্ষার কথা ভেবেই৷ হেল্পলাইন নম্বরটি হল- 9046003500৷ অসুবিধায় পড়লে এমনকি এই নম্বরে ফোন করা যাবে সারাদিনের যেকোন সময়ই৷ এই হেল্পলাইন চালু হতে চলেছে কয়েকদিনের মধ্যেই৷
মূলত মহিলাদের বহু ক্ষেত্রে রাতে সফর করতে হয়ে দূরপাল্লার বাসে। অনেকেই কখনও একা, আবার কখনও যাতায়াত করেন পরিবারের সঙ্গে৷ অনেক সময়ই সুবিধা-অসুবিধা এসে পড়ে৷ দূরের যাত্রায় কোনও রকম সমস্যায় পড়লে মহিলারা যাতে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন তার ব্যবস্থার কথা ভাবা হচ্ছিল অনেকদিন ধরেই৷এই হেল্পলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই পদক্ষেপের অঙ্গ হিসাবেই৷ কর্তৃপক্ষের আশা, সমস্যায় পড়লে এবার সহজেই যাত্রীরা তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন৷
প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় গণপরিবহণে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করা নিয়ে৷ মামলায় হাইকোর্ট রাজ্য ও কেন্দ্রের বক্তব্য জানাতে চায় গণপরিবহণে জিপিএস (GPS) এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা চালু করা নিয়েও।