“I-Core” চিটফান্ড মামলা : শিল্প দফতরের অফিসে CBI-র অফিসাররা , জিজ্ঞাসাবাদ মন্ত্রী পার্থ চ্যাটার্জী -কে
বেস্ট কলকাতা নিউজ : সোমবার পার্থ চট্টোপাধ্যায় CBI-এর কাছে হাজিরা দেননি আইকোর মামলায়। তিনি জানান ভবানীপুর উপনির্বাচনের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারবেন না বলেও। শিল্প মন্ত্রী আরও জানান, চাইলে CBI তাঁর অফিসে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এমনকি সেইমতো পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা পৌঁছে গেলেন শিল্প দফতরের অফিসেও।
জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়র অফিসে গিয়েছেন CBI-এর তিনজন তদন্তকারী অফিসার। তাঁরা গিয়েছেন তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে। এই নিয়ে তৃতীয়বারের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাজিরার নোটিস দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। আইকোর কাণ্ডে এমনকি একটি ভিডিয়ো ফুটেজও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে। যেখানে দেখা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় একটি অনুষ্ঠান মঞ্চে হাজির রয়েছেন ICore Chit Fund সংস্থার মালিক অনুকূল মাইতির সঙ্গেও। এমনকি তিনি সুখ্যাতিও করছেন চিটফান্ড সংস্থা সম্পর্কে। সূত্রের খবর মূলত প্রশ্ন করা হতে পারে , ICore Chit Fund সংস্থার সঙ্গে মন্ত্রীর যোগাযোগ নিয়েই।