দীর্ঘ প্রতীক্ষার অবসান, ই-পেনশন পরিষেবা চালু হল রাজ্যের ১১৮ পুরসভায়
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে রাজ্যে e-pension পরিষেবা চালু হল পুরসভা স্তরে। অনেক প্রশাসনিক আধিকারিকেরা জানান পেনশন আদায় করতে গিয়ে জুতোর সুখতলা ক্ষয়ে যায় সারা জীবন কাজ করার পর। এমনকি প্রশাসনিক আধিকারিকদের ব্যাপক ঝক্কি ঝামেলাও পোহাতে হয় অবসরকালীন সুযোগ-সুবিধা পেতে গিয়েও। একটি দীর্ঘ প্রক্রিয়া অতিক্রম করতে হয় এমনকি পেনশন পাওয়ার জন্যও। এবার রাজ্যের অর্থ দপ্তর ই পেনশন পরিষেবা চালু করতে চলেছে পুর ও নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সহায়তায়। আধিকারিকেরা অনলাইনে নিজেদের পেনশন সংক্রান্ত ফাইল কী অবস্থায় আছে তা দেখতে পারবেন বাড়িতে বসেই। এর জন্য আর ছোটাছুটি করতে হবে না অর্থ দপ্তরের পেনশন বিভাগে গিয়েও। বাড়িতে বসেই অনলাইনে আধিকারিকরা জানতে পারবেন পেনশন ফাইল গতিবিধি।
প্রশাসন সূত্রে জানা আরও গিয়েছে এই পরিষেবার জন্য একটি সফটওয়্যার তৈরি করেছে অর্থ দপ্তর। অর্থ দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে রাজ্যের ১১৮ টি পুরসভাকে। আরও জানা গেছে যে সমস্ত পৌরসভায় ই পেনশন প্রকল্প চালু হয়েছিল সেখানে কোনো সমস্যা হয়নি এখনও পর্যন্ত। এবার এই প্রকল্পের আওতায় আনা হল রাজ্যের ১১৮ টি পৌরসভাকে। এই প্রকল্পের ফলে একদিকে যেমন কাজে গতি আসবে অন্যদিকে অনেকটা সময় বাঁচবে পিএফ কর্মীদেরও। এর ফলে আর অফলাইনে নেওয়া হবে না পুর কর্মচারীদের পেনশন সংক্রান্ত ফাইল। এবার থেকে কর্মচারীরা পেনশন ফাইল করতে পারবে অবসর গ্রহণের এক বছর আগে থেকেই ।