বিনামূল্যে মহিলাদের জন্য মেট্রো পরিষেবা , প্রস্তাব খারিজ করলো কেন্দ্র
বেস্ট কলকাতা নিউজ : দিল্লি সরকারের বিনামূল্যে মহিলাদের জন্য মেট্রো পরিষেবা দেওয়ার প্রস্তাব খারিজ করল কেন্দ্র সরকার ৷ দিল্লির মেট্রো পরিষেবা বিনামূল্যে খুলে দেওয়া হোক মহিলাদের জন্য৷ এমনই প্রস্তাব রেখেছিল দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার৷ কিন্তু সেই প্রস্তাবে কোনো সায় নেই কেন্দ্রের বিজেপি সরকারের৷আম আদমি পার্টি সরকারকে কেন্দ্র জানিয়ে দিয়েছে তারা মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিকল্প পথ এর কথা চিন্তা করুক৷ মেট্রোর ভাড়া না নিয়ে সেই সুরক্ষা নিশ্চিত করা যাবে না বলেই মনে করছে কেন্দ্র সরকার ৷ মহিলাদের জন্য যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ করতে এগিয়ে আসতে হবে দিল্লি সরকারকেই ৷ এজন্য বিকল্প কোনও ব্যবস্থা, যেমন আরও বেশি বাস ও অন্যান্য যান বাহনের ব্যবস্থা করার মত রাস্তা ভাবা দরকার বলে জানিয়েছে কেন্দ্র৷
জুন মাসের শুরুতেই দিল্লির কেজরিওয়াল সরকার জানিয়েছিল, দিল্লির বাস ও মেট্রোতে বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে মহিলাদের যাতায়াতের কথা মাথায় রেখেই ৷ এমনিতেই দিল্লিতে মেট্রোর ভাড়াবেশ চড়া৷ সেই সূত্র ধরেই কেজরিওয়াল জানিয়ে ছিলেন, নিরাপদ দিল্লি গড়ে তোলার জন্য খুবই জরুরি এই পদক্ষেপ ৷ তাই ডিটিসির বাস ও মেট্রোতে ভাড়া দিতে হবে না কোনও মহিলা যাত্রীকে ৷
উল্লেখ্য দিল্লিতে মহিলা যাত্রীর সংখ্যা বেশ কয়েক লক্ষ। তাঁদের বেশিরভাগই যাতায়াত করেন মেট্রোতে৷ এঁদের প্রত্যেকের ভাড়া মকুব করে দিলে, সরকারি রাজস্বের কতটা ক্ষতি হবে, তা সহজেই অনুমান করা যায় ৷ হিসেব বলছে কেজরিওয়াল সরকারকে প্রায় ৭০০ কোটির ধাক্কা সামলাতে হতে পারে৷