একে নজরে আজকের খবর
১।জলের অপচয় বন্ধ করতে রায়গঞ্জে মিছিলে সামিল হলেন সাধারণ মানুষ।
২। আলিপুর দুয়ারে নরবলির শিকার হতে চলেছিলেন এক মহিলা, অবশেষে প্রতিবেশীদের তৎপরতায় ধরা পড়ল অভিযুক্তরা।
৩।সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রচারাভিযানের তৃতীয় বর্ষপূর্তিতে কলেজের ছাত্র-ছাত্রীদের হেলমেট বিতরণ পুলিশের
৪। কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জীবন সাহার বিরুদ্ধে উঠলো কাটমানি নেওয়া ও সিন্ডিকেট চালানোর অভিযোগ।
৫।মহিলাকে কটূক্তি ও অভব্য আচরণ, নিউ আলিপুর এলাকায় সাড়ে ৪ মিনিটের মধ্যে গ্রেফতার হলো অভিযুক্ত নিরাপত্তা রক্ষী।
৬।আবারো বীরভূমের চারটি জায়গা থেকে ৯৬টি তাজা বোমা উদ্ধার, রাতভর অভিযানে গ্রেফতার হলো ৬৪জন।
৭।কাঁকিনাড়ায় ফের বোমাবাজি, স্থানীয় এক বাড়ি লক্ষ্য করে বোমা মারলো দুষ্কৃতীরা।
৮।পূর্ব বর্ধমানের কেতুগ্রামে সালিশি সভায় দেড়লক্ষ টাকা কাটমানি ফেরেলেন শাসক
দলের নেতারা।
৯।সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শতাব্দী রায়কে ১২ জুলাই সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠালো ইডি।
১০।দল যেভাবে বলবে সেভাবেই কাজ হবে, জানালেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।