এ রাজ্যে ওমিক্রন বাড়ছে বিদেশ থেকে বিমান আসার কারণেই, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ওমিক্রন পরিস্থিতির উপর রাজ্য সরকার নজর রাখছে বলে। তিনি জানান, এ রাজ্যে ক্রমাগত খতিয়ে দেখা হচ্ছে করোনা পরিস্থিতি। এমনকি রাজ্য সরকার নজর রাখছে গোটা পরিস্থিতির উপর। নিয়মিত করা হচ্ছে রিভিউ মিটিংও। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বেশি ওমিক্রন আসছে মূলত ব্রিটেন থেকেই। মূলত ওমিক্রন ছড়াচ্ছে বিমানযাত্রীদের থেকেই। প্রচুর মানুষ আসছেন আন্তর্জাতিক বিমানগুলিতে। কেন্দ্র বিষয়টি দেখুক। বহু মানুষ কলকাতা আসেন তাদের কর্মসূত্রে। কলকাতাতেও সংক্রমণ বাড়ছে সে কারণেই। সকলকে কোভিড বিধি মেনে চলা ছাড়াও মাস্ক পরার আবেদন জানান মুখ্যমন্ত্রী।তাঁর কথায়, ‘করোনা খানিকটা বেড়েছে। কিন্তু আমরা কখনই বলিনি স্কুল বন্ধ করার কথা। রিভিউ করতে বলেছি শিক্ষাসচিবকে। এখনই দরকার নেই সব কিছু বন্ধ করার। বাজারে প্রচুর মানুষ ভিড় জমান। গোটা বাজার চত্বর স্যানিটাইজ করুক বাজার কমিটিগুলিও । বাজারে গেলে দূরত্ববিধি মেনে চলুন।