মাদারিহাটে বায়ো-ডাইভারসিটি পার্ক, নতুন ডেস্টিনেশন তৈরি হচ্ছে ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য
বেস্ট কলকাতা নিউজ : ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে জনপ্রিয়তায় তুঙ্গে মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যান। এবার আলিপুরদুয়ার জেলা প্রশাসন সেই মাদারিহাটের বুকেই পর্যটনের নতুন ডেস্টিনেশন তৈরি করছে ২৫ বিঘা পরিত্যক্ত জলাশয় সংস্কার করে। জেলা প্রশাসন মূলত বায়ো-ডাইভারসিটি পার্ক গড়ে তুলছে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল-ঘেঁষা মাদারিহাটের উত্তর ছেঁকামারি গ্রামে থাকা ৮০০ মিটার লম্বা ২৫ বিঘা জমি নিয়ে গড়ে জলাশয়টিকে কেন্দ্র করে। স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়াতেই মূলত গড়ে তোলা হচ্ছে পর্যটনভিত্তিক এই পার্কটি।
গত ছ’মাস ধরে পার্কটির নির্মাণ কাজ চলছে। শনিবার জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা মাদারিহাটে খতিয়ে দেখলেন এই বায়ো-ডাইভারসিটি পার্কের নির্মাণ কাজও। এদিন জেলাশাসকের সঙ্গে ছিলেন মাদারিহাটের বিডিও শরণ তামাংও। জেলাশাসক জানান, বায়ো-ডাইভারসিটি পার্কের নির্মাণের কাজ চলছে মাদারিহাট ব্লকের মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর ছেঁকামারিতে এই বিশ্বকর্মা ঝোরা জলাশয় ঘিরে। আগামী দু’মাসের মধ্যে শেষ হয়ে যাবে জলাশয়টির সাজানোর কাজও । ইতিমধ্যেই ২৬ লক্ষ টাকা খরচও হয়েছে জেলার পর্যটনের বিকাশ ও স্বনির্ভর গোষ্ঠীগুলির আয়ের স্বার্থে এই পার্ক তৈরিতেও ।