ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামেই
বেস্ট কলকাতা নিউজ : ৬ ফেব্রুয়ারি থেকে ভারত ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। সবগুলি ম্যাচই হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। মঙ্গলবার গুজরাট ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে, ৩টে একদিনের ম্যাচ হবে সম্পূর্ণ দর্শকশূন্য স্টেডিয়ামেই। এমনকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা সংক্রমণ রুখতেই । এখনও নিয়ন্ত্রণে আসেনি ওই রাজ্যে করোনা পরিস্থিতি। তাই কোনওভাবেই গুজরাট ক্রিকেট সংস্থা নিতে চায়নি স্টেডিয়ামে দর্শক প্রবেশের ঝুঁকি।


