এক নজরে আজকের খবর
১। কলকাতা পুলিশের ক্রাইম রেকর্ড সেকশনের এএসআই কে গ্রেফতার করা হলো ছিনতাইয়ের অভিযোগে।
২।হাজরা মোড়ে দুর্ঘটনায় মৃত্যু হলো রেসিং-সাইকেল আরোহীর।
৩।রাজাবাজারে দুই ব্যক্তিকে খুনের চেষ্টা, গুলি চালানোর অভিযোগ উঠলো
স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।
৪।যারা টাকা নিয়েছে, যারা টাকা দিয়েছে দুজনেই সমান অপরাধী, কাটমানি ইস্যুতে বিধান সভায় মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়।
৫।২০০ ফুট উঁচু রেলের টাওয়ারে মানসিক ভারসাম্যহীন প্রৌঢ়, নামাতে ক্যানিং এ হিমশিম খেল দমকল।
৬।বনগাঁ পুরসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট, ৩ দিনের মধ্যেই শুরু করতে হবে পক্রিয়া।
৭।টানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির একাংশ, শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পঙের মধ্যে বিচ্ছিন্ন হলো যোগাযোগ ব্যবস্থা।
৮। যান বাহন চলাচলের জন্য খুলে দেওয়া হল উল্টোডাঙা উড়ালপুলের একটি লেন।
৯।মেদিনীপুর, কোচবিহারে অব্যাহত কাটমানি বিক্ষোভ।
১০।ভাটপাড়ায় ফের ব্যাপক বোমাবাজি, অল্পের জন্যে প্রাণে বাঁচলো মা-শিশু।