ঘৃণার আগুনে পুড়িয়ে মারব’, যাদবপুরে ফের বিতর্ক এসএফআই নেতার ভিডিও প্রকাশ্যে আসতেই
বেস্ট কলকাতা নিউজ : এখনও মেটেনি গিয়াসউদ্দিন মামলার রেশ। এমনকি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিসির ঘরে ঢুকে ভিসিকে চড় দেওয়ার হুমকি থেকে একাধিক কটূক্তি, গালিগালাজ এর ছবিও। তা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজ্য জুড়ে। আর তার মাঝেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে এক ছাত্র উত্তপ্ত কণ্ঠে বক্তৃতার মাঝে বলছেন ‘ তৃণমূল কংগ্রেসের মত সামাজিক আরশোলাদের বেগন স্প্রে দিয়ে ছুটিয়ে না মারি, তাহলে এরা একদিন নোংরা করতে আসবে আমার আপনার ঘর। তাই আমাদের শপথ নিতে হবে যেখানে আমরা এদের মত সামাজিক কীটদের দেখতে পাবো, ঘিরে ধরে ছুটিয়ে মারবো।’
সূত্রের খবর অনুযায়ী , বক্তব্য দেওয়া ওই ছাত্রের নাম অনুষ্টুপ চক্রবর্ত্তী। যাদবপুরের এমফিল এর ছাত্র এবং বাম ছাত্র সংগঠন এসএফআই এর সদস্য । তিনি শুধু তবে এটকু বলেই ক্ষান্ত হননি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একাধিক তৃণমূলের নেতাদের নাম এসেছে তার মুখে। তিনি আরও বলেছেন, আমরা ছুটিয়ে মারবো ‘অনুব্রত, আনারুল, আরাবুলের মতো সামাজিক কীটদের। তৃণমূলকে আমাদের ঘৃণার আগুনে না পুড়িয়ে মারতে পারলে ইতিহাস ক্ষমা করবে না। বাংলা কেও বাঁচাতে পারবো না।’বক্তব্যে তিনি আরও বলেন, ‘ সঞ্জীব প্রামাণিকের মতো তথাকথিত বাঘ দের আমরা দরকার হলে চারদিক থেকে ঘিরে ফেলে ছুটিয়ে মারবো।’ ভিডিওতে দেখা গিয়েছে ইনকিলাব জিন্দাবাদ বলে নিজের বক্তব্য শেষ করেন ওই ছাত্র।