ক্রমশ বেড়েছে গরমের দাপট, ওড়িশা সরকারের পাঁচদিনের ছুটির নির্দেশ স্কুলগুলিকে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যজুড়ে ক্রমশ বেড়েছে দাবদাহের প্রবল দাপট। ক্রমশ চড়ছে এমনকি তাপমাত্রার পারদও । ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের অসুস্থতার খবর আসছে নানা জায়গা থেকে ।এমনকি বাড়ছে ডিহাইড্রেশন প্রভৃতির সমস্যাও ।আর এই দাবদাহের পরিস্থিতির কারণেই ওড়িশায় নবীন পট্টনায়কের সরকার পাঁচদিন স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নির্দেশিকায় এও বলা হয়েছে, অত্যধিক গরম এবং লু-এর কারণে ২৬ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুল। যদিও গত ১৬ এপ্রিল সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ৩ মে থেকে শুরু হবে গরমের ছুটি।