দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হল ভয়াবহ ঝড়ের তাণ্ডবে
বেস্ট কলকাতা নিউজ : শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সহ বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে গেলো কালবৈশাখীর ঝড়ের দাপটে। বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। এরফলে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে ৫১২ জাতীয় সড়কও । এদিকে খবর মিলেছে দিশারী এলাকার একটি বিশাল গাছ রাস্তায় পড়ে যান চলাচল ব্যাহত হয় বলেও।
এছাড়াও প্রচুর বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বালুরঘাট সহ আশেপাশের বিভিন্ন এলাকায়। যার ফলে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো শহর সহ পার্শ্ববর্তী গ্রামাঞ্চল। এদিকে প্রচুর বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে ঝোড়ো হাওয়ায়। ঝড়ে অনেক বাড়ির চাল উড়ে গিয়েছে। বোয়ালদাড় গ্রামে রাস্তার উপরে প্রকাণ্ড গাছ উপড়ে পরে বিচ্ছিন্ন হয় একাধিক গ্রামের মধ্যে যোগাযোগও। জানা গিয়েছে কৃষিজমিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলেও ।