অনুব্রতকে ৩ রা ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে জেলেই ২০০টি অ্যাকাউন্ট একই ব্যক্তির সই দিয়ে, আদালতে এমনটাই জানাল CBI
৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ল অনুব্রত মণ্ডলের। এদিকে কেষ্টর জালিয়াতির একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে সিবিআই। গরুপাচার মামলার তদন্তকারী অফিসার আদালতে জানিয়েছেন বীরভূমের সমবায় ব্যাঙ্কে একই ব্যক্তির সই দিয়ে ২০০টি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ইতিমধ্যেই বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করেছে সিবিআই। আজ ফের অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়েছিল আসানসোল আদালতে। আজ তাঁকে আদালতে হাজিরার আগে সিবিআই অফিসাররা গিয়েছিলেন আসানসোল সংশোধনাগারে জেরা করতে গিয়েছিেলন। কিন্তু সময় কম থাকায় ভাল করে জেরা করতে পারেননি তাঁরা। তারপরেই আদালতে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। সেখানে তদন্তকারী অফিসারকেও ডাকা হয়েছিল আজ। যদিও জামিনের আর্জি জানাননি অনুব্রত মণ্ডল। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত। অর্থাৎ সরস্বতী পুজোতেই বাড়িতে থাকতে পারবেন না কেষ্ট।