ফের মুম্বাইয়ে হামলার আশংকা ২৬/১১ এর ধাঁচে, এনআইএ’কে হুমকি মেল তালিবানের নাম করে
ফের ২৬/১১ এর ধাঁচে হামলা মুম্বইয়ে! একটি ইমেল-কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সে রাজ্যে। যেখানে দেশের বাণিজ্যনগরিতে জঙ্গি হামলার ধমকি দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ’র কাছে ওই ইমেল আসে বলে জানা যাচ্ছে। তালিবানের নাম করে ওই হুমকি দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। আর ওই মেল পড়ার পরেই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এনআইএ’র তরফেও মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুরো বিষয়টি জানানো হয়েছে। যে কোনও ধরণের আপডেট একে অপরকে শেয়ার করার কথাও মুম্বই পুলিশকে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এরপরেই মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক শহরে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি বিভিন্ন রেল স্টেশন, মন্দির সহ স্পর্শকাতর জায়গাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা বলা হয়েছে। এমনকি বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।