১ জওয়ানের মৃত্যু হল লাদাখে প্রবল তুষারধসে, নিখোঁজ হল আরও ৩ জওয়ান

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নীচে ভূমিধস তো উপরে তুষারধস। লাদাখের মাউন্ট কুনে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটল। একেবারে সেনা প্রশিক্ষণ স্কুলেই তুষারধস নামে। তুষারধসের কবলে পড়েন ৪০ জন জওয়ান। তুষার চাপা পড়ে এক সেনা- জওয়ানের মৃত্যুও হয়েছে। নিখোঁজ আরও ৩ জন। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করে সেনাবাহিনী।

সেনা সূত্রে জানা গিয়েছে, লাদাখের মাউন্ট কুনের কাছে ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র, হাই আলটিটিউট ওয়ারফেয়ার স্কুল রয়েছে। এছাড়া আর্মি অ্যাডভেঞ্চার উইং রয়েছে। সেখানে জওয়ানদের রুটিনমাফিক প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সূত্রেই সোমবার ৪০ জন জওয়ান সেখানে ছিলেন। প্রশিক্ষণ চলাকালীনই ওই এলাকায় তুষারধস নামে। জওয়ানরা যার কবলে পড়েন।

এক সেনা আধিকারিক জানান, দুর্ভাগ্যবশত প্রশিক্ষণ চলাকালীন অপ্রত্যাশিতভাবে তুষারধস নামে। ৪ জওয়ান ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যায়। পরে ধ্বংসাবশেষ সরিয়ে একজনের দেহ উদ্ধার হয়। বাকিদের কোনো হদিশ মেলেনি।

প্রসঙ্গত, মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের জেরে বিধ্বস্ত হিমালয়-অধ্যুষিত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। সম্প্রতি হিমবাহ ফেটে ভয়াবহ বিপর্যয় ঘটেছে উত্তর-পূর্বে হিমালয়ের কোলের রাজ্য সিকিমে। প্রায় ৮০ জনের মৃত্যু হয়। হিমালয়ের পাদদেশ-সংলগ্ন রাজ্যগুলিতে যখন এই বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন সরকার, সেই সময়ই একেবারের উত্তরে লাদাখে তুষারধসের ঘটনায় উদ্বেগ আরও বাড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *