পুকুরে ডুবে শিশুর মৃত্যু হল ইকো পার্কে! বড়সড় প্রশ্নের মুখে পড়লো ইকোপার্কের নিরাপত্তা
বেস্ট কলকাতা নিউজ : গত বছরই বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন জয় রাইড ভেঙে । প্রশ্ন উঠেছিল নিউ টাউনের ইকো পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ।আবারও বছর ঘুরতে না ঘুরতেই ফের দুর্ঘটনা ঘটলো । এবার এক সাড়ে চার বছরের শিশুর মৃত্যু হল ইকো পার্কের জলাশয়ে ডুবে।জানা গিয়েছে তালতলা এলাকার বাসিন্দা শেখ আকবর পরিবার নিয়ে শনিবার দুপুর নাগাদ বেড়াতে গিয়েছিলেন ইকো পার্কে। খানিকক্ষণ ঘোরার পর পার্কের মাঠেই সবাই মিলে খেতে বসেন । সেই সময়েই আকবরের ছেলে শেখ আবেজ সকলের চোখের আড়ল হয়ে যায় । অনেকক্ষণ খোঁজার পর ছেলের কোনো রকম খোঁজ না পেয়ে আকবর খবর দেন ইকো পার্কের নিরাপত্তারক্ষীদের।শুরু হয় খোঁজা। ওয়াকিটকি মারফত নিরাপত্তাকর্মীরা প্রতিটি গেটে খবর পৌঁছে দেন। ইকো পার্ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় । তার পরও শিশুটিকে না পেয়ে খবর দেওয়া হয় নিউটাউন থানায়। পুলিশ আসার পর বিকেল সাড়ে চারটে নাগাদ ডুবুরি নামিয়ে জলাশয়গুলিতে তল্লাশি শুরু করে পুলিশ। প্রায় তিন ঘণ্টা একানাগাড়ে খোঁজাখুঁজি চালানোর পর চার নম্বর গেটের কাছে চিলড্রেন পার্ক সংলগ্ন জলাশয় থেকে শিশুটির দেহ উদ্ধার করেন ডুবুরিরা। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা রুজু করেছে পুলিশ।এদিন ইকো পার্ক পরিদর্শনে গিয়েছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি নিরাপত্তার ত্রুটি মেনে নেন। হিডকো কর্তৃপক্ষকেও মন্ত্রী নির্দেশ দিয়েছেন তদন্ত করে দেখার।