আসছেন মুখ্যমন্ত্রী তাই আগাম প্রস্তুতি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের
দার্জিলিং : ভাই এর বিয়েতে ইতিমধ্যে পৌছে গেছেন অভিষেক বন্দোপাধ্যায়। উত্তরবঙ্গে আপাতত আছেন তিনি। এবারে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই আগাম প্রসতুতি হিসাবে নিজেদের মধ্যে আলোচনা করে নিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান অলোক চক্রবর্তী এবং মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুস্মিতা বোস মৈত্র। আজ মেয়র জানালেন পাহাড়ের সাথে আত্মীয়তার একটা বাধন তৈরী করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এটা উত্তরবঙ্গবাসীদের কাছে আনন্দের মূহুর্ত। তিনি আসবেন এবং পাহাড়ের মানুষের কাছে যাবেন। যদিও একটা অন্য কাজে পাহাড়ের মাটিতে পা দিচ্ছেন মুখ্যমন্ত্রী তবুও কিছু নির্দেশ তার কাছ থেকে আসতে পারে বলে ভাবছি আমরা। জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের খবর উত্তরের কন্যা মুখ্যমন্ত্রীর বাড়ির বৌ হতে চলেছে।তাই আমরাও প্রচণ্ড খুশী। তবে যেহেতু সামনেই লোকসভা ভোট চলে আসছে, সেই কারনে মুখ্যমন্ত্রী হয়ত কিছু দরকারী নির্দেশ দিতে পারেন। আমাদের দরকার সেটার জন্য তৈরী থাকা। এদিন মহিলা সভাপতি সুস্মিতা বোস মৈত্র জানান দায়িত্ব নেবার পর এই প্রথম মুখ্যমন্ত্রী আসছেন এখানে দল যদি কোন দায়িত্ব দেয় অবশ্যই পালন করতে চেষ্টা করব। মনে করা হচ্ছে ফিরে যাবার আগে কিছু নির্দেশ দিয়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অবশ্য সেটা ঠিক কি ধরনের নির্দেশ হবে বলতে পারছেন না কেউই। তবে মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে থাকলে কিছু নির্দেশ আসতে পারে বলে মনে করছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। কিছু নেতার কাজ নিয়ে কথা উঠেছে। সেটা মুখ্যমন্ত্রী জানেন কি না, এবং জানলে ঠিক কিভাবে নির্দেশ আসতে পারে এটা নিয়েই আতঙ্ক ছড়িয়েছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মনে।