মহাবীর ধাম মন্দিরে সাতদিন ব্যাপী রাম বিবাহ অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
শিলিগুড়ি : মহাবীর ধাম মন্দিরে সাতদিন ব্যাপী রাম বিবাহ অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন শিলিগুড়িতে এই অনুষ্ঠানের সূচনা করে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন আমাদের জীবনে ভগবান মহাবীরের অবদান এবং তার বানী প্রচণ্ডভাবে কাজে লাগছে। তার প্রতিটি কথার শব্দ এবং কথা আজকের আমাদের আধুনিক জীবনে এক বিশাল আকার নিয়ে গেছে। উনি শুধুমাত্র একজন গুরু ছিলেন না মানুষের কাছে অন্ধকার থেকে আলোর পথ তুলে ধরেছেন। এত সহজ ভাবে তিনি তার মনের কথা মানুষের কল্যানের জন্য তুলে ধরেছেন সেটা ভাবাই যায় না। তার নীতি তার আদর্শ আমাদের কাছে এক অনন্য উপাদান। তাই আজকের দিনে তার এই পুন্যদিনে তাকে শ্রদ্ধার সাথে পালন করলাম। শুধুমাত্র তাকে মনে করলেই চলবে না তিনি যে যে ভাষা বলে গেছেন সেটা আমাদের পালন করে এগিয়ে যেতে হবে। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলারেরা।