শৈলশহর দার্জিলিং কাপাচ্ছে সাইবেরিয়ার বাঘ
দার্জিলিং : শৈল শহরে এসেছে মাত্র কয়েক মাস হল এর মধ্যেই বিপুল জনপ্রিয় হয়ে গেছে “সাইবেরিয়ার বাঘ”। চিড়িয়াখানায় যেই আসছেন খোজ করে দেখতে যাচ্ছেন “বিদেশী অতিথিকে”। দেখতে একই রকম হলেও পছন্দ একেবারেই আলাদা। খাবারের ব্যাপারেও প্রচণ্ড খুতখুতে। বেশী খেতে পছন্দ করেন না তিনি। মাঝে মাঝে রান্না করা খাবারও পৌছে যাচ্ছে তার জন্য। মাঝে শরীর খারাপ হওয়ায় একেবারেই বিশ্রামে চলে গিয়েছিল এই সাইবেরিয়ার অতিথির। সবার সাথে থাকতেও না পছন্দ তার। তাই তাকে দেখতে বিপুল সাড়া পর্যটকদের মধ্যে। এতদিন বিদেশী পশুর জনপ্রিয়তা থাকলেও এবারে দার্জিলিং এ আসা এই সাইবেরিয়ার অতিথির জন্য একেবারেই আলাদা ব্যাবস্থা করেছেন তারা। বিশেষ যত্ন করা হচ্ছে তাকে। নিয়মিত ডাক্তার দেখিয়ে চেক আপ হচ্ছে তার। শীতের দেশে গরম জলের ব্যাবস্থা করা হচ্ছে তার জন্য। রাতে গরম রাখা হচ্ছে তার থাকবার জায়গা। বাঘমামা এত আদর পেয়ে বেজায় খুশী। দর্শনার্থীদের দেখাও দিচ্ছে সে। অনেকেই ছবি তুললেও বেশী কাছে আসতে সাহস করছেন না। রাতে তার ঘুম হচ্ছে কি না সেদিকেও নজর রাখা হচ্ছে। যারা আসছেন তাদের সাথেও বিন্দুমাত্র খারাপ ব্যাবহার করছেন না” সাইবেরিয়ার বাঘমামা”। বছরের শুরুতেও এই সাইবেরিয়ার বাঘমামাকে দেখতে ভালই লোক আসবেন বলে মনে করছেন চিড়িয়াখানা কতৃপক্ষ। গোটা ডিসেম্বর মাসে প্রচুর পর্যটক এসেছিলেন সাইবেরিয়ার বাঘ দেখতে। যেটা জানুয়ারী মাসেও থাকবে বলে দাবী চিড়িয়াখানা কতৃপক্ষের।