পঞ্জাবে‘হোম ড্রপ হেল্পলাইন’, চালু হলো রাতের শহরে নিরাপদে মহিলাদের বাড়ি পৌঁছে দিতে ফোন এল ৩ হাজার এর মতো
বেস্ট কলকাতা নিউজ : রাতের শহরে ক্রমশ বাড়ছে আতঙ্ক। রাতের পথ ঘাট ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে এ দেশের মেয়েদের জন্য । দেশজুড়ে একের পর এক নারকীয় ঘটনা প্রশাসনকে দাঁড় করিয়ে দিয়েছে সেই প্রশ্নচিহ্নের মুখেই, সে যে রাজ্য বা জেলাই হোক না কেন। ‘বেটি’ সুরক্ষায় এবার পঞ্জাব সরকার নিল এক নতুন পদক্ষেপে। রাতের বেলা পথ সুরক্ষিত মনে না হলে অথবা বাড়ি ফেরার প্রয়োজন হলে করতে হবে মাত্র একটা ফোন কল, আর তাতেই পৌঁছে যাবে পুলিশ। পুলিশ রাতের বেলা দায়িত্ব নেবে নিরাপদে মেয়েদের বাড়ি পৌঁছে দেওয়ারও। তার জন্য রয়েছে দু’টি হেল্পলাইন নম্বরও। ‘হোম ড্রপ হেল্পলাইন’ নামে এই পরিষেবা চালুর পরেই প্রায় ৩ হাজার কল পেয়েছে লুধিয়ানা পুলিশ।
গত মঙ্গলবার থেকে এই ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে লুধিয়ানা পুলিশ। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং এই পরিষেবার আনুষ্ঠানিক ঘোষণা করার পরেই দু’টি হেল্পলাইন নম্বর ১০৯১ ও ৭৮৩২০১৮৫৫৫ ফেসবুক, টুইটারে ভাইরাল হয়ে যায়। পুলিশ জানিয়েছে, তারপর থেকেই লাগাতার ফোনকল এসে যাচ্ছে এই দুই নম্বরে। পঞ্জাব থেকে তো বটেই,এই নম্বরে ফোন করেছেন উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং কেরল থেকেও অনেক মহিলাই ।